এয়ারপোর্টে ব্যাগ থেকে চুরির দৃশ্য ধরা পড়ল গোপন ক্যামেরায়
এয়ারপোর্টে ব্যাগ থেকে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা নতুন কিছু নয়। তবে প্রমাণ না থাকায় চুরির বিষয়টা বরাবরই আঁড়ালে থেকে যায়।
কিন্তু সম্প্রতি অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মালামাল উঠা-নামানো করা এক কর্মীকে ব্যাগের ভেতর থেকে জিনিস চুরি করতে দেখা গেছে।
গত ১০ অক্টোবর ঘটনাটি ঘটে থাইল্যান্ডের ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যখন জেটস্টার এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফট থেকে মালপত্র নামানো হচ্ছিল।
ভিডিওটিতে দেখা যায়, বিমানের আব্দুল্লাহ হায়ি মায়েহ নামে একজন কর্মী যাত্রীদের ব্যাগগুলোতে হাত ঢুকিয়ে ঢুকিয়ে জিনিসপত্র খুঁজছে। ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্লু টুথ স্পিকার চুরির অভিযোগ আব্দুল্লাহ হায়িকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
আব্দুল্লাহ হায়ি সরাসরি জেটস্টারের কর্মী নয়। তিনি ব্যাগস নামে একটি প্রতিষ্ঠানের সরবরাহকৃত কর্মী। প্রতিষ্ঠানটি থাইল্যান্ডের প্রায় ৯০ এয়ারলাইন্সের ব্যাগ ওঠানামা কাজে জড়িত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন