এ কেমন স্বাধীনতা || শেখ সুমাইয়া সুলতানা
এ কেমন স্বাধীনতা
শেখ সুমাইয়া সুলতানা
এখানে স্বাধীনতার স্বাদ পাই
গণতন্ত্র হরণে,
এদেশে স্বাধীনতার ঘ্রাণ পাই
খুন, ধর্ষণে।
নারী খোঁজে অধিকারের স্বাধীনতা
খোঁজে চলনবলনে,
কেউ খোঁজেনা সুখী গণতন্ত্র
আত্মশুদ্ধির মননে।
আপনি বাঁচলে বাপের নাম
এইমিলে দেশ,
এখন কি আর দেশপ্রেম আছে?
কারচুপিতে বেশ!!
বেশ পেয়েছি স্বাধীনতার টক,-
মিষ্টি, ঝাঁল
এখন কেবল বুলি আওড়াই
নির্বোধ, মাতাল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন