এ বছর ১২ লাখ শ্রমিক বিদেশে পাঠাবে সরকার
চলতি বছর বিভিন্ন দেশে ১২ লাখ শ্রমিক পাঠাতে চায় সরকার। তবে শ্রমিকদের দক্ষতার দিকেই জোর দেওয়া হবে বেশি।
বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
জাপান, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া ও মরিশাসসহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘২০১৮ সালে ১২ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা আছে। তবে বর্তমান ধারা অব্যাহত রাখাসহ আরো দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণের ওপর আমরা জোর দিয়ে আসছি। ২০১৮ সালে কর্মী প্রেরণে সংখ্যার তুলনায় গুণগত মানের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করছি। অদক্ষ কমিয়ে আধা দক্ষ বা দক্ষ কর্মী বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
মন্ত্রী জানান, বর্তমান সরকারের ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৫১ লাখ ৯৩ হাজার ২৫৯ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আর ২০১৭ সালে ১০ লাখ আট হাজার ৫২৫ জন কর্মী পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন