ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্স করবেন মাধবন!

ঐশ্বরিয়ার আগামী ছবি ‘ফ্যানি খান’র শুটিং শুরু হয়েছে। প্রায় ১৭ বছর পর এই ছবিতে ফের অনস্ক্রিন রোমান্স করতে দেখা যাবে ঐশ্বরিয়া রাই ও অনিল কাপুরকে।
শুধু অনিল কাপুরই নন, ছবিতে সাবেক বিশ্ব সুন্দরীর সঙ্গে রোমান্স করবেন ‘রহেনা হ্যায় তেরে দিল মে’র মাধবন।
এর আগে ২০০৭ সালে মণি রত্নমের ‘গুরু’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া-মাধবন। যদিও সেখানে রোমান্সের কোনো সুযোগ ছিল না।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ‘ফ্যানি খান’ ছবিতে অনিল ও মাধবন, দু’জনের সঙ্গেই চুটিয়ে প্রেম করবেন বচ্চন পরিবারের বধূ। যদিও চরিত্রগুলি নিয়ে বিশদে এখনও কিছু জানা যায়নি।
নতুন পরিচালক অতুল মঞ্জরেকরের এই ছবিতে একটি ১৭ বছরের মেয়ের রকস্টার হওয়ার গল্প রয়েছে। চিত্রনাট্যে ‘বডি শেমিং’র মতো সামাজিক সমস্যা নিয়ে বার্তা রয়েছে। রাকেশ ওম প্রকাশ মেহরা প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২০১৮ সালের এপ্রিলে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















