ওজন ৪০০ কেজি হওয়ায় ১৬ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন!
কোনোভাবেই ঘর থেকে বের হতে পারেন না। ওজন প্রায় ৪০০ কিলোগ্রাম। অতিরিক্ত মোটা হওয়ার কারণে শেষমেষ তাকে বাড়িও ছাড়তে হয়েছে। পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন প্রায় ১৬ বছর।
বয়স ত্রিশের কোটায়। শরীর আরও মোটা হয়ে যাচ্ছে, তার চিকিৎসা প্রয়োজন। এজন্য নিতে হবে ডাক্তারের কাছে। কিন্তু কিভাবে? তাকে তো পাঁজাকোলা করে নেয়া সম্ভব নয়। দু’চারজনে ধরে নামানোও সম্ভব নয়। পরে জাকরা সিভিল ডিফেন্সের ২০ সদস্যের টিম যায় তাকে উদ্ধার করতে। বিশেষ অভিযান চালানো হয় তাকে ঘর থেকে বের করে নিতে।
তার বসবাস একটি ভবনের দ্বিতীয় তলায়। সেখান থেকে তাকে উদ্ধার করা একটি লজিস্টিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তা সত্ত্বেও উদ্ধারকারীরা সতর্কতার সঙ্গে তাকে বাসা থেকে বের করে নিরাপদে আম্মানের একটি হাসপাতালে স্থানান্তর করেছেন। সেখানে তিনি ওজনজনিত সমস্যার চিকিৎসা নিচ্ছেন। এতে কাজ হলে তিনি সুস্থ জীবনে ফিরতে চান। ১৬ বছর পরে ঘর থেকে বের হতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। আনন্দে কেঁদেছেন।
সূত্র : গলফ নিউজ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন