ওবামাকেয়ারের কয়েকশত কোটি ডলারের ছাড় আটকে দিল ট্রাম্প প্রশাসন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার স্বাস্থ্যবীমা আইনের অধীনে হেলথ ইন্সুরেন্স পাওয়া ব্যক্তিদের শত শত কোটি ডলারের অর্থ ছাড় স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
শনিবার এই স্থগিতাদেশ দেওয়ার সময় বলা হয়েছে, সম্প্রতি ফেডারেলের একটি কোর্ট ওবামাকেয়ারের অধীনে ওই অর্থ ছাড় না দিতে রুলিং দিয়েছে।
ওবামাকেয়ার নামে পরিচিত অ্যাফোরড্যাবল কেয়ার অ্যাক্টের অধীনে পরিচালিত কর্মসূচীগুলো দেখভালকারী সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিস (সিএমএস) জানিয়েছে, এ সিদ্ধান্ত স্বাস্থ্যবীমার রিস্ক অ্যাডজাস্টমেন্ট পেমেন্টের এক হাজার ৪০ কোটি ডলারের ওপর প্রভাব ফেলবে। কারণ ছাড় করা এ অর্থ দিয়ে বীমা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা ছিল। খবর-রয়টার্স’র।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই ওবামা কেয়ারের বিরুদ্ধে। তিনি এর কড়া সমালোচনা করেছেন। তাই তার ক্ষমতা ব্যবহার করে ওবামাকেয়ার বিলকে এমন অবস্থায় নিয়ে এসেছেন।
এর আগে, রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে এই আইনটি বাতিল করে নতুন একটি আইন করার চেষ্টা করে ব্যর্থ হন ট্রাম্প। ওবামাকেয়ারের অধীনে প্রায় ২ কোটি মার্কিনি তাদের স্বাস্থ্য বিষয়ক ইন্সুরেন্সের আওতায় এসেছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন