ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে ফখরুলের শোক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/02/bnpb-20180227102830.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল জানান, বিএনপি মহাসচিব মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যু সংবাদ শুনে মহাসচিব গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সেতুমন্ত্রীর মা বেগম ফজিলাতুন্নেসা ৯২ বছর বয়সে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে মারা যান।
মঙ্গলবার নোয়াখালীতে পারিবারিক কবরস্থানে বেগম ফজিলাতুন্নেসাকে সমাহিত করা হবে। ওবায়দুল কাদেরের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে। তার বাবা মোশারফ হোসেন শিক্ষক ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন