ওমরাহ পালন নিয়ে সুখবর

অন্য দেশে যাওয়ার পথে সৌদি আরবে গিয়ে বাংলাদেশিরা চারদিন থাকার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, এ সময়ে ওমরাহ করে অন্য দেশে যাওয়া যাবে।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ দুইদিনের সফরে বাংলাদেশে এসেছেন। তার সঙ্গে দেড়শ’ জনের একটি প্রতিনিধি দল রয়েছে।

সফরের প্রথম দিন বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আপনারা শুনলে আশ্চর্য হবেন, ধরেন অন্য জায়গায় বেড়াতে যাচ্ছেন, সৌদি আরবে ট্রানজিট হয়েছে, ওই ট্রানজিটে চারদিন থাকার ব্যবস্থা করতে তারা রাজি হয়েছেন। তারা সেখানে ওমরাহ করে অন্য দেশে চলে যেতে পারবেন।’

ফরিদুল হক খান বলেন, ‘সৌদি আরব যাওয়া-আসা, হজের বিষয়ে খরচ কমানো, সার্বিক সহযোগিতার বিষয়ে আমরা যা বলেছি, তারা মেনে নিয়েছেন। অতীতে কখনও এমন আলোচনা হয়নি। এখানে নেতিবাচক কোনো বিষয় আমরা পাইনি। আমরা কল্পনাও করতে পারিনি, আজ আমাদের মধ্যে এতো সুন্দর আলোচনা হবে।’

তিনি বলেন, এটা যদি হয়ে থাকে, তাহলে বাকিগুলো কী হতে পারে, নিজেরাই অনুমান করেন। এই ফলপ্রসূ আলোচনার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এই দুই দেশের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে।

হজের খরচ কমানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, তারা বলেছেন এই জায়গায় যদি খরচ কমানো সম্ভব হয়, তারা কমাবেন।

ট্রানজিটে গিয়ে ওমরাহ করতে পারবেন, সেক্ষেত্রে অনুমতি কি আগেই নিয়ে নিতে হবে, জানতে চাইলে তিনি বলেন, অনুমতি আগেই নিতে হবে।

অন অ্যারাইভাল ভিসা নাকি ভিসা নিয়ে যেতে হবে- এমন প্রশ্নে তিনি বলেন, ইলেক্ট্রনিক ভিসা। তবে এই সুবিধা কেবল সৌদি এয়ারলাইনসের ক্ষেত্রে প্রয়োজ্য হবে।

অর্থাৎ যারা সৌদি এয়ারলাইনসে এই ভ্রমণ করবেন, তাদেরই কেবল সুবিধাটা দেয়া হবে। এছাড়া ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে বলেও জানান তিনি।