ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের গ্যালারি ফাঁকা!

বহুল আকাঙ্ক্ষিত ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠল অবশেষে। প্রথম ম্যাচেই মাঠে নেমেছে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ড। তবে উদ্বোধনী ম্যাচের গ্যালারির দিকে তাকিয়ে অনেকেরই চোখ চড়ক গাছ।

বিশ্বকাপের ম্যাচে বহুদিনই এমন বিরল ঘটনা ঘটেনি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ তবুও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেরর গ্যালারি প্রায় ফাঁকা।

অনেকেই এমন দৃশ্যে হতবাক হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেই কেউ আবার করছেন হাস্যরস। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মতো বাঘা দলের খেলাতেও গ্যালারির এমন ফাঁকা দশার আপাতত কোনো কারণও খুঁজে পাচ্ছেন না অনেকে।

এদিকে বিশ্বকাপের কোনো উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজন করা হয়নি। ভারতের মতো ক্রিকেট পাগল দেশে এমন বড় আয়োজন নিয়ে অনেকের প্রত্যাশা ছিল বেশ। কেউ ভেবেছিলেন উপমহাদেশ জুড়ে এই বিশ্বকাপ বেশ রেশ ছড়াবে। তবে প্রথম ম্যাচ হতাশ করেছে অনেককে।

ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

২০১৯ বিশ্বকাপের ফাইনাল থেকেই যেন শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। সব শেষ আসরে খেলেছিল দুই দেশ। সেবার সুপার ওভারের রোমাঞ্চে নিউজিল্যান্ডকে হারিয়ে কাপ নিজেদের করে নেয় ইংলিশরা।

গত চার বছরে তিন সংস্করণ মিলিয়ে দুই দল খেলেছে ২৪টি ম্যাচ। বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নিউজিল্যান্ড। ১০ বারের মোকাবেলায় ৫ জয় কিউইদের। তারা হেরেছে চারটিতে, টাই হয়েছে বাকি ম্যাচটি।