ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সমীকরণে বাংলাদেশ

ইংল্যান্ডের ছোট শহর টনটনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত বিশ্বকাপের সমীকরণে একই অবস্থানে আছে বাংলাদেশ ও ক্যারিবিয়ান দলটি।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে, আর ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে হারিয়েছে বড় ব্যবধানে।

বাংলাদেশ হেরেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

এই ম্যাচে জয় পেলেই বাংলাদেশ পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে চলে যাবে।

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বাংলাদেশ

ম্যাচ- ৪ জয়- ১ হার- ২ পরিত্যক্ত- ১ পয়েন্ট- ৩ নেট রান রেট- -০.৭১৪

ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচ- ৪ জয়- ১ হার- ২ পরিত্যক্ত- ১ পয়েন্ট- ৩ নেট রান রেট- ০.৬৬৬

বাংলাদেশের অধিনায়ক কী বলছেন

“গেল তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর এই ম্যাচটি টুর্নামেন্টের হিসেবে বেশ গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে,” বলছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

মূলত বাংলাদেশের অফ-স্পিনারদের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক কালে সাফল্য পেয়েছে বাংলাদেশ, এমনটা বলেন মাশরাফী।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ব্যাটসম্যানরা বামহাতি তাই তাদের বিপক্ষে আলাদা পরিকল্পনা আছে বলেই জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

তবে মাঠ ছোট বলে উদ্বেগ প্রকাশ করেছেন মাশরাফী।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বড় ভূমিকা পালন করবেন টি-টোয়েন্টি স্পেশালিস্টরা।

ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটাররা বড় ভূমিকা পালন করতে পারে এই টুর্নামেন্টে।

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ মুখোমুখি লড়াইয়ে সেরা যারা

সেরা ব্যাটসম্যান

তামিম ইকবাল

ম্যাচ- ২৫ রান- ৮৮৫

মুশফিকুর রহিম

ম্যাচ- ২৫ রান- ৮৭৯

শাই হোপ

ম্যাচ- ৯ রান- ৬৬২

ক্রিস গেইল

ম্যাচ- ২১ রান- ৬৬১

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ মুখোমুখি লড়াই

সেরা বোলার

কেমার রোচ

ম্যাচ- ১৯ উইকেট- ৩০

মাশরাফী বিন মোর্ত্তজা

ম্যাচ- ১৮ উইকেট- ৩০

আব্দুর রাজ্জাক

ম্যাচ- ১৫ উইকেট- ১৯

রভি রামপল

ম্যাচ- ৯ উইকেট- ১৭

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ মুখোমুখি

ম্যাচ- ৩৭

জয়: বাংলাদেশ- ১৪ ওয়েস্ট ইন্ডিজ- ২১

ফলাফল নেই- ২

শেষ ৯ ম্যাচের ৭টি তে জয়ী বাংলাদেশ।