ওরসের মেলায় যাওয়ার পথেই ঝরল প্রাণ
নাটোরের বড়াইগ্রামে পিকআপ ভ্যান খাদে পড়ে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ১৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার চাপিলা ইউনিয়ানের পাবনাপাড়া থেকে প্রায় ৩০ জন যুবক একটি পিকআপ ভ্যানে পার্শ্ববর্তী রাথুরিয়া এলাকায় ওরসের মেলায় যাচ্ছিলেন। পথে কান্দাইল এলাকায় যাত্রীরা হঠাৎ পিকআপের ওপর নাচ-গান শুরু করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এক পর্যায়ে পিকআপটি রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রনী নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন