কক্সবাজারের চকরিয়ায় ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন
‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির (হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রোজেক্টের) উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা চত্বরে মঙ্গলবার (০৮ মার্চ-২০২২) সকাল ১০টায় এ দিবস পালন করা হয়।
এ অনুষ্ঠানে স্থানীয় এমপি জাফর আলম, উপজেলা নিবার্হী অফিসার জেপি দেওয়ান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জান্নাত, ব্র্যাক চকরিয়া অফিসের এলাকা ব্যবস্থাপক মো. আহছান উল্লাহ খান, ব্র্যাক ডেপুটি ম্যানেজার মাহমুদা আজম রমা, মাহাফুজা খাতুন প্রমূখ উপস্থিতি ছিলেন।
এদিবস উপলক্ষ্যে চকরিয়া উপজেলা চত্বরে র্যালী, পথনাটক, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজ উন্নয়নে যে ভূমিকা রেখেছেন তাদের পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন