কক্সবাজারে মা-ছেলের মরদেহ উদ্ধার আবাসিক হোটেল থেকে
কক্সবাজার কলাতলীর আবাসিক হোটেল সী আলিফের ৪১১ নং কক্ষ থেকে পুলিশ মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের সী আলিফ হোটেল থেকে উদ্ধার করা হয় এই মরদেহ। পুলিশ বলছে মরদেহ দুইটি মা-ছেলের। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় মেলেনি।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রফিকুল ইসলাম।
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘নিহত নারী চট্টগ্রাম বাঁশখালীর বাসিন্দা। সে গত ১৪ ফ্রেবুয়ারি ৩টি ছেলে ও তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল রুম নেন। তারা কয়েকদিন ঘুরে বেড়ান কক্সবাজার শহরে।
আজ সকালে তারা সবাই হাসিমুখে ছিল। কিন্তু হঠাৎ তাদের রুম খোলা দেখে হোটেল বয় গিয়ে দেখে মা ছেলের মরদেহ পরে আছে। পরে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯ কল দিয়ে জানালে আমরা ঘটনা স্থলে আসি। ঘটনার পর স্বামী পরিচয় দেওয়া লোকটি ২ ছেলেকে নিয়ে লাপাত্তা।
এই হত্যাকাণ্ডের রহস্য বের করতে পুলিশ কাজ করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন