কক্সবাজারে স্বামী হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, ১ জন আটক

কক্সবাজার শহরে এক ব্যক্তিকে হত্যার পর তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান। নিহত ব্যক্তির বয়স ৫৫ বছর, তিনি রাঙ্গামাটির বাসিন্দা। আটক করা হয়েছে ৫৪ বছর বয়সী একজনকে, যিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তারা স্থানীয় সুপারি বাগানে মজুরের কাজ করতেন।
ওই এলাকার বাসিন্দা এক প্রত্যক্ষদর্শী বলেন, “রাত সাড়ে ১১টার দিকে এক নারী তার স্বামীকে মেরে ফেলছে বলে চিৎকার করছিল। আমরা ৫-৭ জন এসে দেখি ওই নারী অর্ধনগ্ন অবস্থায় আছেন। আমরা তাড়াতাড়ি ঘর থেকে কাপড় এনে তাকে দেই। তাকে নিয়ে তার ঘরের দিকে যাওয়ার সময় একজন পুরুষ চলে যাচ্ছিল, তখন ওই নারী দেখিয়ে দেন এই মানুষটি তার স্বামীকে হত্যা করেছে। তখন আমরা তাকে আটক করে রাখি।”
প্রত্যক্ষদর্শী আরও জানান, “পরে ঘরে গিয়ে দেখি একটি কামরাতে লাশ পড়ে আছে। মরদেহের মাথার পেছনে অনেকগুলো কোপ ছিল। আমরা সাথে সাথে পুলিশকে খবর দেই, পুলিশ এসে লাশসহ তাদের নিয়ে গেছে।”
স্থানীয়রা আরও জানিয়েছেন, আটক করা ব্যক্তিকে গত দুই মাস ধরে এলাকায় দেখা গেলেও নিহত ব্যক্তি ও তার স্ত্রীকে আগে দেখা যায়নি।
নিহতের স্ত্রী সাংবাদিকদের বলেন, তারা রাঙামাটিতে আনারসের ব্যবসা করতেন, যা দিয়ে সংসার চলে না, তাই তিন দিন আগে সুপারি বাগানে কাজ করার জন্য কক্সবাজারে আসেন এবং পূর্ব পরিচিত ওই ব্যক্তির বাসায় উঠেন। এই নারী অভিযোগ করে বলেন, স্বামীকে হত্যার পর ওই ব্যক্তি তার সঙ্গে ‘খারাপ কাজ’ করেছে। এক পর্যায়ে তিনি পালিয়ে এসে মানুষ ডাকেন।
ওসি ইলিয়াস খান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, “দুই চাকমা পরিবারের মধ্যে এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করছি মদ্যপ হয়ে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটতে পারে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
উদ্ধার করা নারীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং প্রাথমিক অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হচ্ছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন