কঙ্গনাকে বিশ্বাস করা কঠিন : সোনম
নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলিউডের সবার মুখ খুলে দিয়েছেন তনুশ্রী দত্ত। একের পর এক নায়িকা তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। এবার মুখ খুলেছেন কঙ্গনাও। তবে কঙ্গনার কথা নিয়ে সোনম মন্তব্য করায় ঝগড়া বেধেছে দুই নায়িকার।
২০১৪ সালে মুক্তি পাওয়া কঙ্গনা রনৌতের ব্যবসা সফল ছবি ‘কুইন’ এর পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছেন কঙ্গনা। কঙ্গনা জানান, বিকাশ নাকি তাকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে বলতেন, ‘তোমার শরীরের গন্ধটা আমার খুবই পছন্দের। ’তখন তিনি বলতেন ‘কী উল্টোপাল্টা বকছেন?’
কঙ্গনার এ অভিজ্ঞতার কথা শুনে সোনম কাপুর রীতিমতো খোঁচা মেরে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘ভোগ’এর ‘উই দ্য ওম্যান সামিট’-এ বলেছেন, ‘মাঝে মাঝে কঙ্গনার কথা বিশ্বাস করা কঠিন, কারণ তিনি তো অনেক কথাই বলেন।’
সোনমের এ বক্তব্যে খুব খেপেছেন কঙ্গনা। তিনি পাল্টা মন্তব্য করে বলেছেন, ‘আমার কথা বিশ্বাস করা কঠিন বলতে সোনম কী বুঝিয়েছে? আমার ‘মিটু’কাহিনী আমি জানাচ্ছি, তাকে বিচার করার অধিকার কে দিয়েছে?’
কঙ্গনা আরও মন্তব্য করেন, ‘সোনম কোনো ভালো অভিনেত্রী নন, ভালো বক্তা হিসেবেও তার সুনাম নেই। আমাকে নিয়ে নাক গলানোর অধিকার এসব ফিল্মি মানুষদের কে দিয়েছে? আমি প্রত্যেককে ধ্বংস করে দেব।’
সোনম এবং কঙ্গনার মধ্যে আগে থেকে কোনো ঝামেলা ছিল না। কিন্তু হঠাৎ করেই সোনম কাপুর খোঁচা মেরে বসলেন কঙ্গনাকে। আর তা নিয়েই বেধে গেল দুই নায়িকার ঝগড়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন