কঙ্গোর গির্জায় সন্ত্রাসী হামলায় নিহত ১৪
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে গির্জায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ডজুগু অঞ্চলের প্রশাসক রুফিন মাপেলা এবং নাগরিক সমাজের নেতা ডিউডোন লোসা বলেছেন, দ্য কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ এই হামলার পেছনে রয়েছে।
লোসা বলেন, ভুক্তভোগীরা ঘটনার দিন গির্জায় প্রার্থনা করছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কোডেকো হিসাবে চিহ্নিত মিলিশিয়ারা তাদের ওপর গুলিবর্ষণ করে।
তারা উভয়েই জানান, হামলায় ৯ বেসামরিক নাগরিক, চার হামলাকারী এবং একজন সেনা নিহত হয়েছেন।
মাপেলা বলেন, জঙ্গিরা বাহেমা-নর্ড চিফডমে লেক অ্যালবার্টের তীরে অবস্থিত মেসা, সেপ্যাক এবং অমোপ্রো গির্জাগুলোতে হামলা চালায়।
ইতুরি সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো শিকুদি জনগণকে শান্ত থাকার আহবান জানিয়েছেন। পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন