কঠোর লকডাউনেও মহাসড়কে চলছে বাস!

দেশে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে আগামী ৭ জুলাই বুধবার মধ্যরাত পর্যন্ত সাত দিনের জন্য সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সরকারের ভাষার এই ‘বিধিনিষেধ’ সাধারণ মানুষের কাছে ‘লকডাউন’ নামে পরিচিত।

এ সময়ে জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসররকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল দোকানপাট বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা। জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এই সময়ে। বিধিনিষেধ বাস্তবায়নে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী।

এদিকে যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকার কথা থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। এ ছাড়া ট্রাকে নিম্নআয়ের মানুষজন যাতায়াত করছে। বৃষ্টিতে ভিজে মানুষকে ট্রাকে যেতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১ জুলাই ) সকালে মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়কে বাস ও ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে।

মহাসড়কে চলাচল করা চালকরা জানান, রাতে প্রশাসনের তেমন নজরদারি থাকে না। অনেক সময় মানবতার খাতিরে গাড়ি ছেড়ে দেয়। যে কারণে রাতে পরিবহন চালানো সুবিধা। তবে দিনের বেলায় প্রশাসনের নজরদারি বেশি থাকে। ফলে জেল-জরিমানার ভয় থাকে।

জী‌বিকার তা‌গি‌দে এভা‌বেই লু‌কোচু‌রি ক‌রে প‌রিবহন চলা‌তে হ‌বে। না হলে প‌রিবার নি‌য়ে না খে‌য়ে থাক‌তে হ‌বে জানান তারা।

যদিও মহাসড়কে বাস চলাচল করছে না দাবি করে হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলো থেকে নিয়মিতই এসব যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে আর কিছু গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।