কণ্ঠশিল্পী মমতাজের স্বামীর নাম সংশোধন
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম ও শিক্ষাগত যোগ্যতার সংশোধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) করা আবেদন অনুমোদন পেয়েছে।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নির্বাচনী কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তফসিল ঘোষণার পর জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রক্রিয়া বন্ধ রেখেছে ইসি। তবে জরুরি ভিত্তিতে কমিশনের অনুমতিক্রমে ও আইন অনুসারে এমন সংশোধন করা যেতে পারে।
মমতাজ বেগমের আবেদন প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা (কমিশন) এরই মধ্যে তাঁর আবেদনে অনুমোদন দিয়েছি।’
মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগম সংশোধন ফরমে স্বামীর নামে মো. রমজান আলীর জায়গায় এ এস এম মঈন হাসান এবং শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণির জায়গায় দশম শ্রেণি করার আবেদন জানান।
আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মমতাজ বেগম। তিনি গত নির্বাচনে এ আসনে থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন