কত টাকা আয়কর দিয়েছেন ধোনি?
ভারতীয় দলের অধিনায়কত্বে নেই বেশ কিছুদিন হয়েছে। তবে মহেন্দ্র সিং ধোনির আয়-রোজগার যে খুব একটা কমেনি সেটা আরো একবার বোঝা গেছে। অবাক করার মতো হলেও সত্য, ২০১৭-১৮ অর্থবছরে মোটা অঙ্কের আয়কর দিয়েছেন তিনি। তাই ব্যক্তিগত করদাতাদের তালিকায় ঝাড়খণ্ডে সর্বোচ্চ স্থান দখল করে নিয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে ধোনি আয়কর জমা দিয়েছেন ১২ কোটি ১৭ লাখ ভারতীয় রুপি। গত অর্ধবছরের তুলনায় প্রায় ১ কোটি ২৪ লক্ষ রুপি বেশি দিয়েছেন।
ঝাড়খণ্ডের আয়কর কর্মকর্তা নিশা ওরন জানিয়েছেন, এবার ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি আয়কর দিয়েছেন ধোনি।
অধিনায়ক থাকাকালীন সময়ে ধোনি ছিলেন ভারতের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ। ২০১৫ সালে ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে ধনী ক্রীড়াবিদের তালিকায় ২৩ নম্বরে ছিলেন। ভারতেরও সর্বোচ্চ ধনী ক্রীড়াবিদ ছিলেন তিনি। এখন অবশ্য বিরাট কোহলি এই জায়গাটি দখল করে নিয়েছেন।
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও ধোনি সীমিত ওভারের ক্রিকেট এখনো খেলে যাচ্ছেন। তা ছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আইপিএলের ফ্র্যাঞ্জাইজি চেন্নাইন সুপার সিংসের সহ-কর্ণধার। তাই তার আয়-রোজগার কম না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন