কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের দ্বিতীয় মৃত্যবার্ষিকী পালন “ছোট্ট স্বপ্নের”
রহমতউল্লাহ আশিক, রাজশাহী, নওগাঁ: উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ২য় মৃত্যু বার্ষিকী পালন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন “ছোট্ট স্বপ্ন”।
১৫ই নভেম্বর (বুধবার) উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে “ছোট্ট স্বপ্ন” সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে,হাসান আজিজুল হকের সমাধীস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে, শ্রদ্ধা জ্ঞাপন শেষে, হাসান আজিজুল হকের শ্রেষ্ঠ কৃতিত্ব “আগুন পাখি” গ্রন্থের উপর মুক্ত আলোচনার আসরের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড.ইমতিয়াজ হাসান,ছোট্ট স্বপ্নের সদস্য সচিব- ড.সুলতানা রাজিয়া, ছোট্ট স্বপ্নের সমাজবিজ্ঞান বিভাগের মডারেটর সহকারি অধ্যাপক মোহাম্মদ আরিফুল ইসলাম, সহ কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পরিবারবর্গ, এ সময় তার জীবনের স্মৃতি চারণ মূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নবম কার্যনির্বাহী কমিটির সভাপতি তাহমিদ জাকি, কোষাধক্ষ্য তাসবিউল হাসান ও অন্যান্য সদস্যবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন