কথা নয়, এখন অ্যাকশন হবে : উত্তরের মেয়র আতিকুল
বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, এখন কথা বলার সময় নয়। অ্যাকশনে যাওয়া হবে।
শুক্রবার সকালে বনানীর ভবন পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের কাছে এই হুঁশিয়ারি দেন।
মেয়র বলেন, ‘মালিকদের কাছে ভবনের ফায়ার সেফটি ও বিল্ডিং সেফটি চেয়ে আগামী ১০ দিনের মধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। পরে যদি বিল্ডিং মালিকরা এই দুটি বিষয় নিশ্চিত করতে ব্যর্থ হন, ম্যাজিস্ট্রেট নিয়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’
ভবন মালিকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এখন কথা বলার সময় নেই। অবশ্যই অ্যাকশন নেয়া হবে।’
ক্ষতিগ্রস্ত ভবনের নিরাপত্তার বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন, রাজউক ও গণপূর্ত মন্ত্রণলায় একসঙ্গে কাজ করবে বলে জানান মেয়র।
তিনি বলেন, ‘আমরা চাই সিটি করপোরেশন ও রাজউকের মধ্যে যেন কোনো ফাঁক না থাকে। বিভিন্ন গ্যাপের কারণেই এই সমস্যাগুলো হয়েছে।’
আতিকুল বলেন, ‘আগুন লাগার পরপরই প্রধানমন্ত্রী ক্ষণে ক্ষণে খোঁজ নিচ্ছেন। তিনি বলেছেন, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে যেন ছাড় দেয়া না হয়। জিরো টলারেন্সের নীতি অনুসরণ করতে বলেছেন প্রধানমন্ত্রী।’
এ সময় তিনি বলেন, ‘রানা প্লাজা দুর্ঘটনার পর কারখানায় বিল্ডিং সেফটি ও ফায়ার সেফটি নিয়ে কাজ করা হয়েছে। ওই সময় বাংলাদেশে ৪ হাজার ৭০০ কারখানা ছিল, বর্তমানে ১৯০০ কারখানা রয়েছে।’
বহুতল ভবনের মালিক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য মেয়র বলেন, ‘ভবনের মালিক যারা আছেন, চাকরিজীবীদের প্রবেশের আগে বিল্ডিং সেফটি ও ফায়ার সেফটি ঠিক আছে কিনা তা দেখে নিবেন। একইভাবে যারা ভবনে কাজ করেন, আপনারাও ভবনে প্রবেশের আগে নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কি না দেখে নিবেন।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ২১তলা এফআর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এখন পর্যন্ত ২৫ জন নিহত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৬ জন ভর্তি আছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন