কবিতার বাজপাখি | আবদুল হাই ইদ্রিছী

কবিতার বাজপাখি
-আবদুল হাই ইদ্রিছী


কবিতার এক বাজপাখি যে
বাংলাদেশে আছে,
শিল্পকলার ডালে ডালে
সেই পাখিটা নাচে।

বর্ণ দিয়ে দিবা নিশি
শব্দ করে চাষ,
কাব্য দিয়ে প্রাসাদ গড়ে
করে বসবাস।

দেশ ও জাতির সাথে খাতির
হৃদয় থেকে তাঁর,
ভালোবাসায় বুকটা ভরা
নেই কোথাও হার।

সেই পাখিটার চোখের মাঝে
স্বপ্ন রাশি রাশি,
তাই তো আমি পাখিটাকে
ভীষণ ভালোবাসি।

নামটি তাহার জানতে তোদের
লাগছে বুঝি সখ,
রেজাউদ্দিন স্টালিন তিনি
হৃদে করেন নক।

প্রিয় কবির জন্মদিন আজ
কিন্তু কাছে নাই,
ছড়ার ভেতর বন্ধি করে
শুভেচ্ছা পাঠাই।