কবে হবে দীপিকা-রণভীরের বিয়ে?
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণভীর সিংয়ের বিয়ে নিয়ে আলোচনার শেষ নেই। প্রায় প্রতিদিনই ভারতীয় গণমাধ্যমে তাদের খবরের শিরোনাম হতে দেখা যায়। তাদের বিয়ের ব্যাপারটি মোটামুটি চূড়ান্ত। কোথায় হবে সেটিও নির্ধারিত বলা চলে।
বাকি ছিলো বিয়ের দিন তারিখ চূড়ান্ত করা। এবার সেটিও পাকা হলো। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা গেছে, আগামী ২০ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই দুই তারকা।
আরও জানা গেছে, ইতালিতে বিয়ে হবে। এই অনুষ্ঠানে বাছাই করা কয়েকজনকেই ডাকা হবে। তাদের মধ্যে থাকবেন একান্ত ঘনিষ্ঠ এবং বন্ধুবান্ধবরা। সিনেমা সংক্রান্ত ওই ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন প্রায় ৩০ জন। ইতালিতে বিয়ে হওয়ার পর ভারতের সাড়ম্বরে রিসেপশনের আয়োজন হবে।
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রামলীলা’ সিনেমার সেট থেকেই রণভীর ও দীপিকার প্রেমের শুরু। এরপর বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে শুরু করে সাক্ষাত্কারে তাদের একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ করতে দেখা গিয়েছে। তাদের দুজনের জুটিকে বিভিন্ন সিনেমাতেও দেখা গিয়েছে। শেষবার রূপালি পর্দায় ‘পদ্মাবত’ ছবিতে দুজনকে দেখা গিয়েছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন