কমলগঞ্জে ছাত্রশিবিরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
আবদুল হাই ইদ্রিছী : মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯ঘটিকায় উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে কমলগঞ্জ উপজেলা সভাপতি তানভীর রায়হান ওয়াসিমের সভাপতিত্বে ও শমসেরনগর শাখার সেক্রেটারী তামিম আহমেদের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় এইচআরডি সম্পাদক মো.আব্দুর রহীম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ আলম হুসাইন, সাবেক জেলা সভাপতি ও কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. নিজাম উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক কমলগঞ্জ উপজেলা সভাপতি এবাদুর রহমান ও মো. আব্দুল হাই, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন