কমলগঞ্জে ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের ঘর উদ্বোধন
মৌলভীবাজার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘সবার জন্য বাসস্থান’ নিশ্চিত করার লক্ষ্যে ‘জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পেয়ে খুশি অদম্য মেধাবী রাবেয়া খানমের পরিবার।
২০ সেপ্টেম্বর (বৃহঃবার) দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে প্রকল্প থেকে দেয়া এই ঘর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক, পতনউষার ইউনিয় পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নান চিনু, মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন