কম্বল ও খাবার বিতরণের মধ্য দিয়ে রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটির যাত্রা শুরু
শীতার্ত মানুষকে কম্বল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় শেরপুর সরকারি কলেজ হলরুমে সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি ও মতবিনিময় সভা শুরুর আগে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ লুৎফর রহমান ও মোঃ সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রুবেল মৃধা, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সিনিয়র সহ-সভাপতি স্বপন মির্জা, সহ-সভাপতি আরমিন, সহ-সভাপতি সুজন মোল্লা সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
পরিচিতি ও মতবিনিময় সভার শেষে শেরপুর শহরে অবস্থিত মাইসাহেবা জামে মসজিদের সামনে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন