করেরহাটকে সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো : সুলতান জসীম
করেরহাট ইউনিয়ন উপ-পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান গিয়াস উদ্দিন জসীম বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে করেরহাট ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়ন কর্মকন্ড করবো। আমার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও বর্তমান এমপি মাহবুব উর রহমান রুহেল ভাইয়ের নির্দেশে সব সময় সাধারণ জনগনের পাশে থাকবো। তিনি আরো বলেন, ইতমধ্যে গনসংযোগে করতে গিয়ে ভোটারদের খুব ভালো সাড়া পাচ্ছি। যেখানে যাচ্ছি মানুষ আমাকে বুকে টেনে নিচ্ছে। আগামী ২৭ জুলাই আমার চশমা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো ইনশাআল্লাহ।
জানা গেছে, করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে পদত্যাগ করায় পদটি শুন্য হয়। উপনির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও অন্য দুজন ডামি প্রার্থী। সুলতা জসীম জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশী।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১টি ভোট কেন্দ্রের ৭৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ৩০০৬৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৬০৭২ জন ও মহিলা ১৩৯৯১ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন