করোনায় আরো ২৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৪৮৪৪
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৩১ জনের। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯১৬ জনে।
এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনে। গতকাল ১০ হাজারের নিচে শনাক্ত হলেও আজ আবারো বেড়ে গেল।
রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার দেশে ২১৮ জনের মৃত্যু হয়।শনাক্ত হয় ৯ হাজার ৩৬৯ জন।
এদিকে, বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও আট হাজার ৭৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও পাঁচ লাখ ৩৬ হাজার ২৫৩ জন। আর সুস্থ হয়েছেন তিন লাখ ৭৮ হাজার ১১৪ জন।
রোববার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।
এর আগে শনিবার (৩১ জুলাই) ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৪৯ জনের মৃত্যু ও ছয় লাখ ৯৭ হাজার ৩৫১ জন শনাক্তের তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ২৬। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ৩২ হাজার ৮৯২ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৯২ লাখ ৮৫ হাজার ১১৮ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ২৪ জনের। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ২৯ হাজার ৩১৫ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৬ লাখ ৬৬ হাজার ১১৭ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ২৪ হাজার ৩৮৪ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি আট লাখ ১২ হাজার ৮৭৩ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৬ হাজার ৪৩৭ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৮৫৫। আর সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৮৬ লাখ ১৯ হাজার ৫৪২ জন।
তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া, পঞ্চম ফ্রান্স, ষষ্ঠ যুক্তরাজ্য, সপ্তম তুরস্ক, অষ্টম আর্জেন্টিনা, নবম কলম্বিয়া, দশম স্পেন। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন