করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা
সারা দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬১৭ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৫৭৩ জন এবং মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন।
রোববার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার করোনা আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়। ওই দিন নতুন করে শনাক্ত হয়েছিল ৫৮৯ জন।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয়। রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ধীরে ধীরে করোনা আক্রান্তে মৃত্যু ও শনাক্তের হার বাড়ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন