করোনা উপসর্গে সাতক্ষীরায় তিন ব্যক্তির মৃত্যু
করোনা সন্দেহে তথা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে তিন রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ মার্চ) পৃথক সময়ে ওই তিন ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন কলারোয়ার মির্জাপুর গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর পুত্র শেখ নজরুল ইসলাম (৬৫), কালিগঞ্জের বসন্তপুর গ্রামের মৃত উজির আলীর পুত্র শফিউল্লাহ (৭০) ও তালার মির্জাপুর বারাত এলাকার মৃত ইসমাইল হোসেনের পুত্র গোলাম হোসেন (৬০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলারোয়ার শেখ নজরুল ইসলাম গত ১৩মার্চ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২০ মার্চ রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, কালিগঞ্জের শফিউল্লাহ গত ১০মার্চ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর ২০মার্চ রাত ১২টার একটু পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে, গোলাম হোসেন গত ১৬মার্চ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২০মার্চ সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে তথা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫০ জনে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন