করোনা সংক্রমণ বৃদ্ধি মৌলভীবাজারে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ থাকবে
করোনা সংক্রমণের বৃদ্ধির হারে শীর্ষে রয়েছে মৌলভীবাজার জেলা। এই সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টার পর জেলার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (৩১ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানতে আমরা গত কয়েকদিন ধরে জেলাব্যাপী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আগামীকাল থেকে আমরা আরও কঠোর হব। সন্ধ্যা ৭টার পর সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দিনের বেলা স্বাস্থ্যবিধি না মানলে প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। বৃহস্পতিবার থেকে ১৫ দিন জেলায় মাইকিং করে ভ্যাকসিন নেয়ার ব্যাপারে উৎসাহ দেয়া হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সারাদেশে করোনা সংক্রমণের হার টেস্টের বিপরীতে ১৯ দশমিক ০৯ শতাংশ, সেখানে মৌলভীবাজারে সংক্রমণের হার ২০ দশমিক ০৪ শতাংশ। সংক্রমণের দিক থেকে এক নম্বরে আছে মৌলভীবাজার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন