কলকাতার বইমেলায় সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল বাংলাদেশ

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২-এর সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে বাংলাদেশ। গতকাল রবিবার রাত ৯ টায় শেষ হয় এই বইমেলা। তার আগে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই এবারের থিম কান্ট্রি ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ পায় সেরা প্যাভিলিয়নের বিশেষ পুরস্কার।

এদিন বাংলাদেশের সংস্কৃতি সচিব মোহম্মদ আবুল মনসুর’এর হাতে এই পুরস্কার তুলে দেন কলকাতা বইমেলার আয়োজক সংস্থা ‘কলকাতা বুক সেলার্স এন্ড গিল্ড’এর সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি, গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরসভার মেয়র কৃষ্ণা চ্যাটার্জি, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানসহ বিশিষ্টজনরা।

উল্লেখ্য, আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২-এর আনুষ্ঠানিক সূচনা হয় গত ২৮ ফেব্রুয়ারি। ওই দিন সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ, বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ভারতের বিশিষ্ট লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখ।

বাংলাদেশর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-কে সামনে রেখেই এবারের কলকাতা বইমেলার থিম কান্ট্রি করা হয়েছিল বাংলাদেশকে। স্বাভাবিক ভাবেই এবারের বইমেলায় প্রায় সাড়ে চার হাজার বর্গকিলোমিটার জুড়ে তৈরি হয় সুবিশাল বাংলাদেশ প্যাভিলিয়ন। এটি তৈরি করা হয়েছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষনকে থিম করে। বইমেলায় বাংলাদেশের স্টল ছিল ৪৪ টি। থিম কান্ট্রিকে গুরুত্ব দিয়েই গত ৩ ও ৪ মার্চ-দুইদিন বইমেলায় পালিত করা হয় ‘বাংলাদেশ দিবস’। এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার তিনটি প্রবেশদ্বার (গেট) নির্মাণ করা হয়েছিল বঙ্গবন্ধুর বই, সুবর্ণ জয়ন্তীর আবহ তৈরি করে। আগামী বছরের মেলার থিম কান্ট্রি স্পেন।