কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে তীব্র বিতর্ক

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো নিয়ে একটি প্রশ্নের জেরে বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও সেই প্রশ্নে সরাসরি বাংলাদেশ বা শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়নি।

জানা যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পঞ্চম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, ২০২৪ সালে একটি প্রতিবেশী দেশের কোন রাষ্ট্রপ্রধান ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন?

প্রশ্নপত্রে নাম উল্লেখ না থাকলেও সেটি যে শেখ হাসিনাকে ইঙ্গিত করেই ছিল, তা স্পষ্ট। এই প্রশ্নে থাকা রাজনৈতিক আশ্রয় শব্দটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, সেটি এ যাবৎ কোথাও নিশ্চিত করে বলা হয়নি। তাই প্রশ্নপত্রে এ ধরনের শব্দ ব্যবহার ‘অমার্জনীয় ভুল’ বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদরা।

তারা আরও বলছেন, শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন না। তিনি ছিলেন সরকারপ্রধান। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তবে কলকাতার একটি মহলের দাবি, শিক্ষার্থীদের সাম্প্রতিক রাজনৈতিক জ্ঞান খতিয়ে দেখতেই প্রশ্নটা করা হতে পারে। সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে যেসব রাজনৈতিক অস্থিরতার ঘটনা ঘটছে, তা নিয়ে তারা কতটা জানেন, সেটা হয়তো দেখার চেষ্টা করা হচ্ছিল।

এ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।