কলাপাড়ায় আওয়ামীলীগ অফিসে হামলা, বাড়িঘর ভাংচুর করার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগ অফিসে হামলা, বাড়ি ঘর ভাংচুর ও আওয়ামীলীগ নেতার পরিবারের সদস্যদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুর সাড়ে বারোটায় উপজেলার পাখিমারা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য রহমান তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাকারিয়া ইসলাম কালাম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবি কিরন সমুন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাখিমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, রবিবার রাতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমার নেতৃত্বে নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে হামলা, উপজেলা আওয়ামীলীগের সদস্য রহমান তালুকদারের বাড়িঘর ভাংচুর ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় তার সমর্থকরা। এঘটনার পররই থানায় মামলা দায়ের করেন রহমান তালুকদার। মানববন্ধে সকল আসামীদের গ্রেফতারের দাবি জানান তারা।