কলাপাড়ায় অসহায় মানুষের মাঝে যুবলীগের ঈদসামগ্রী বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধি, অসহায়,দুঃস্থ ও ছিন্নমূল মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। রোববার দুপুর ১২টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা মিলানায়তনে প্রায় ৩’শ মানুষের মাঝে এসব খাদ্য উপকরণ বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামিম আল-সাইফুল সোহাগ।

এছাড়া উপস্থিত অনেক অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। বিতরণ কালে মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, কলাপাড়া প্রেসক্লাবের সাকে যুগ্ন সম্পাদক অমল মূখার্জী,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, শহর যুবলীগের সহ-সভাপতি শেখ মো.যুবরাজ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রয়েলে, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, ,যুবলীগ নেতা অ্যাড.সুমন,মিজানুর রহমান,সোহাগসহ উপজেলা পৌর যুবলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শামিম আল-সাইফুল সোহাগ জানান, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও যুবলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে।