কলাপাড়ায় ইউপি নির্বাচনে সহিংসতা, আহত ৪, মটরসাইকেল ভাংচুর
পটুয়াখালীর কলাপাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনায় নৌকা মার্কার ৪ কর্মী আহত হয়েছে। এসময় ৪ টি মটোরসাইকেল ভাংচুর করা হয়। শনিবার দুপুর দুইটায় উপজেলার টিয়াখালী ইউপির শেষ প্রান্তে উত্তর টিয়াখালী গ্রামে পূজাখোলা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত নজরুল (২৫) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া শামিম (২৬), তামিম(২৭) ও ছাদ্দামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে নির্বাচনী এ সহিংসতার ঘটনায় বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। নৌকা মার্কার মনোনীত প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু জানান, আমার কর্মী সর্মথকরা নৌকা মার্কার নির্বাচনী প্রচারে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় আনারস মার্কার সতন্ত্র প্রার্থী সুজন মোল্লার লোকজন। এসময় দেশীয় অস্ত্র নিয়ে আমার কর্মীদের কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। এমনকি আমার কর্মীদের ৪ টি মোটরসাইকেল ভেঙ্গে ফেলেছে। মূলত সতন্ত্র প্রার্থী তার নিশ্চিত পরাজয় জেনেই জনমনে ভীতির সৃষ্টি করছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযোগ অস্বিকার করে নৌকা মার্কার প্রার্থী সুজন মোল্লা জানান, ঘটনার সময় ৪ নং ওয়ার্ডে আনারস মার্কার পক্ষ থেকে গনসংযোগ করছিলাম। হঠাৎই নৌকা মার্কার কর্মীরা সশস্ত্র অবস্থায় মোটরসাকেল শোডাউন নিয়ে এসে আমার উপর হামলা চালায়। তবে পরিবারের সদস্যরা আমাকে প্রানে রক্ষা করে। এসময় এলাকার লোকজনসহ মা বোনেরা বাঁধা দিলে তারা পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষ মৌখিক অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন