কলাপাড়ায় দুই কলেজ শিক্ষার্থীর উপর হামলা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/04/46363.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী অনার্স কলেজের দুই শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে সহপাঠি কলেজ পড়ূয়ারা। শনিবার বেলা সাড়ে ১১ টায় কলেজের মূল ফটকে এ হামল্রা ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই শিক্ষার্থী দ্বীপরাজ ও তানিমকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে দায়ীত্বরত চিকিৎসক তাদের দ্রæত বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। আহত দ্বীপরাজ অনার্স শাখা ছাত্রলীগ সভাপতি ও তানিম একাদশ শ্রেনীর ২য় বর্ষের শিক্ষার্থী।
আহতদের দাবী একটি ইজিবাইক কলেজ চত্বরে প্রবেশ করলে মেয়ে শিক্ষার্থীদের গায়ে ধাক্কা দেয়। এসময় তামিম প্রতিবাদ করলে তার উপরে হামলা চালায় সাগর, অর্নব রাকিবুলসহ বেশ কয়েকজন। এসময় দ্বীপরাজ মারপিটে বাধা দিলে তার উপরও হামলে পরে হামলাকারিরা ।
সরকারী মোজহার উদ্দিন অনার্স কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আবদুস সালাম বলেন, শিক্ষকরা এগিয়ে না গেলে দ্বীপরাজকে হয়তো মেরেই ফেলতো। যারা হামলা চালিয়েছে তাদের সনাক্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ছাত্রলীগের দুই গ্রæপের অভ্যন্তরীন কোন্দলের কারনে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ নেয়া হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন