কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি থেকে পড়ে চায়না শ্রমিকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লার চুল্লি থেকে পড়ে ঝাউ জো পিং (৫২) নামে এক চায়না শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের (আরপিসিএল) তাপ বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি ওই বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের খাবার পরে বেশ কিছু চায়নিজ শ্রমিক ও বাঙালী শ্রমিক ওই বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের চুল্লিতে (৮৬ ফুট উপরে) কাজ করতে ওঠে। এসময় জো পিং চুল্লি থেকে নিচে পড়ে যায়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তবে চিনা এই নাগরিক ঠিক কিভাবে উপর থেকে নিচে পড়েছেন সে বিষয় কেউ নিশ্চত করতে পারেনি ।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন