কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহরের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবলীগ নেতা ও দুই ব্যবসায়ীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহরের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রায় পাঁচ শতাধিক মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় লালুয়া ইউপির মুক্তিযোদ্ধা বাজারে একর্মসূচি অনুষ্ঠিত হয়। লালুয়া বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত এ মানববন্ধনে ওই বাজারের শত শত ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক হিরন গাজী, সহ-সভাপতি মো. জাকারিয়া, সাংগাঠনিক সম্পাদক জুলফিকর গাজী, সজল বিশ্বাস,সৈকত বিশ্বাস ও ফরিদ বিশ্বাস প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বক্তারা বলেন, গত ১১ ফেব্রæয়ারী মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৌরভ বিশ্বাস নিজ এলাকায় অবস্থান করেন এবং বিশ^াস বাড়ির মৃত্যু ব্যক্তিদের নামে মিলাদে অংশগ্রহন করেন। এসময় কলাপাড়া থানার ওসি মো.জসিম ও প্রেসক্লাবের সদস্যরাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে পোষ্ট করা হয়েছে। কিন্তু একই তারিখ উল্লেখ করে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার মিলন নামের এক ব্যবসায়ী মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে সৌরভসহ ৩ জনার নাম উল্লেখ করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। যা সম্পূর্ন মিথ্যা এবং ভিত্তিহীন। তারা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে ব্যবসায়ী মিলনের সাথে একাধিকবার মুঠোফোনে(০১৭৮৯৯৩৪৬৮৬) যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
প্রায় দুই বছর আগে মিলন মুক্তিযোদ্ধা বাজারে ভাঙারী ব্যবসা করতে আসেন। এসময় তিনি এক ম্যাজিষ্ট্রেটের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে মামলায় জড়ানোর হুমকি দেন বলে ওই এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন