কলাপাড়ায় সংখ্যালঘু পরিবারের সম্পত্তির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় সংখ্যলঘু এক রাখাইন পরিবারের রেকর্ডীয় জমির মধ্যদিয়ে মাটি খননসহ রাস্তা নির্মান করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তাওয়ান মাতুব্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলাপাড়ায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, ৭নং জে.এল বাদুরতলী মৌজায় এস.এ ৪নং খতিয়ানে তাওয়ান মাতুব্বরের রেকর্ডীয় ও ওয়ারিশপ্রাপ্ত সম্পত্তির মধ্যে দিয়ে বহুবছর পূর্বে এলজিইডি কর্তৃপক্ষ আকাবাকা রাস্তা নির্মাণ করে।

এবং রাস্তার একপার্শে¦ সরকারি খাল ও অন্য পাশে ওই পরিবারটির ফসলী জমি রয়েছে। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত৪/৫ দিন যাবৎ তিনি বাড়িতে না থাকায় অন্যায় ভাবে তার জমির মধ্যে নতুন করে প্রবেশ করা হয়েছে। এমনকি এলজিইডি অফিসের কর্মকর্তাদের একটা শ্রেনী ভুল বুঝিয়ে বাদুরতলী রুস্তম আলীর বাড়ী থেকে আমজেদ হাওলাদার বাড়ি মসজিদ পর্যন্ত নতুন করে রাস্তা নির্মান করা হচ্ছে। এতে রেকর্ডীয় ও ওয়ারিশ প্রাপ্ত জমির মধ্যে ফের প্রবেশ করে কৃষি জমি নস্ট করা হয়েছে । বর্তমানে খননকৃত স্থানে বালু ভরাট করে রাস্তা নির্মাণের জন্য প্রস্ততি চলছে । ফলে নতুন করে তার পরিবারের জমির ক্ষতির হাত থেকে রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এবিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোহর আলী জানান, ওইখানে রাস্তা নির্মাণ করা হচ্ছে এটা সঠিক। তবে কারো ক্ষতি করে রাস্তা নির্মান করা হচ্ছে কিনা আমি ঘটনাস্থল পরিদর্শন করে দেখবো।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান,অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।