কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন
কলারোয়ায় মহান মে দিবস উদযাপন করেছে উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন ও রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। পহেলা মে বুধবার ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- শীর্ষক স্লোগানে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পৃথক স্থানে ওই দুটি শ্রমিক সংগঠন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এদিন সকালে বের হওয়া র্যালি শেষে রূপালী ব্যাংকের পাশে অবস্থিত কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন (রেজি.নং-২৩১১) কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাহিদ হোসেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, মাওলানা রুহুল কুদ্দুস, প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, ইলেকট্রিশিয়ান শ্রমিক নেতা হারুনর রশীদ, কবিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা তৌহিদুর রহমান।
অনুরূপভাবে, রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
মাওলানা রুহুল কুদ্দুসসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের গুরুত্বের আলোকে উভয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবু নসর বলেন, ‘দেশ ও জাতির উন্নয়নে শ্রমিকদের মর্যাদা অতি আবশ্যক। শ্রমিকদের হাত ধরেই দেশের উন্নতি হয়। সেজন্য শ্রমিক কল্যাণ মানেই দেশের কল্যাণ।’
পরে উভয় অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে টি-শার্ট, ক্যাপ, পানীয় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন