কলারোয়ায় ডায়রিয়ার প্রকোপ, অধিকাংশ শিশু

সাতক্ষীরার কলারোয়ায় পানি বাহিত রোগ ডায়রিয়ার প্রকোপ রূপ ধারণ করেছে।
কলারোয়াসহ আশপাশের উপজেলা গুলোতে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। তার বেশীর ভাগ রোগীর চাপ পড়ছে কলারোয়া হাসপাতালে।

কলারোয়া হাসপাতালের দেয়া তথ্যনুযায়ী এপ্রিল ও মে মাসের এই কয়দিনে প্রতিদিন ২৪ থেকে ২৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। মাসে প্রায় ৩৫০ জন এবং ৯ মে দুপুর ১২টা পর্যন্ত ২৩ জন ভর্তি হয়েছেন। এজন্য দিন দিন হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েই চলেছে, কোন ভাবেই থামছে না। সব বয়সী মানুষই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।
তবে হাসপাতাল সূত্রে জানা যায় অধিকাংশ শিশুরোগী আক্রান্ত হচ্ছে।

এ বিষয়ে কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম জানান, ‘আমাদের হাসপাতালে ডায়রিয়া চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। এ সময় ডায়রিয়ার প্রকোপ বাড়ে। আমরা সতর্ক আছি।’

তিনি আরো বলেন, ‘প্রচন্ড তাপদাহে প্রতিদিনের রান্না খাবার দ্রুত নষ্ট হয়ে যায়, সেই পঁচাবাশী খাবার খেলে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। জনসাধারণকে বলি- খোলা খাবার না খাওয়া এবং খাদ্য গ্রহণে সতর্কতা গ্রহণ করা।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত ডায়রিয়ায় রোগ নিয়ে চিকিৎসা নিতে এসে কোন রোগীর প্রাণহানির ঘটনা ঘটেনি। সবাই চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন।’