কলারোয়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় যুবদল নেতার অবস্থা আশ*ঙ্কাজনক

সাতক্ষীরার কলারোয়ায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় গু*রুতর আহ*ত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন টুটুল।
শুক্রবার দিবাগত গভীর রাত পৌনে ১২টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড এলাকায় সোনালী ব্যাংকের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে ওই ম*র্মান্তিক দুর্ঘ*টনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান ও কয়েকটি দোকানের সিসিটিভি ফুটেছে দেখা যায়- অত্যন্ত ধীরগতিতে রাস্তার বামপাশ দিয়ে মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন যুবদল নেতা টুটুল। এ সময় পিছন দিক থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার সজোরে টুটুলসহ মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বেশ অনেক দূর টেনে নিয়ে চলে যান। এ সময় ছিটকে পড়ে টুটুল গু*রুতর হন। তার মাথাসহ শরীরে গু*রুতর আ*ঘাতপ্রাপ্ত হন। রাস্তায় র*ক্ত ভেসে যায়। তবুও বেপরোয়াগতিতে ড্রাইভার প্রাইভেটকারটি সাতক্ষীরার দিকে চলে যায়। পরে স্থানীয়রা টুটুলকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতাল ও পরে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশ*ঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান- দ্রুতগতির এই গাড়িটি চালাচ্ছিলেন কলারোয়া বাজারের শিমুল ফার্মেসীর মালিক শিমুল, গাড়িটি ও তার।
শনিবার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করেন বলে জানা গেছে। রাত ৯টার দিকেও পুলিশ এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। সেসময় উপজেলা যুবদলের নেতৃবৃন্দ ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।