কলারোয়ায় মুজিব জন্মশতবর্ষের ঘরের চাল উড়ে গেলো ঝড়ে, দেয়ালে ফাটল

সাতক্ষীরার কলারোয়ার জয়নগরের খোর্দ্দবাটরায় মুজিব শতবর্ষেরজন্মশতবর্ষের ঘরের চাল উড়ে গেলো কালবৈশাখি ঝড়ে। এতে খোলা আকাশের নিচে পরিবারটি।

মঙ্গলবার (১৬ মে) সরেজমিনে আবাসন ঘুরে দেখা গেছে, জাকির হোসেনের স্ত্রী পারভিন সুলতানার ঘরের চাল উড়ে গাছের ডালে ও মাটিতে পড়ে আছে। সোমবার সন্ধ্যার কালবৈশাখি ঝড়ে তার ঘরের চাল উড়ে গেছে।

পারভিন সুলতানা জানান, তিনি সহ তার সন্তান, বোন ও স্বামীর সাথে ঐ ঘরে অবস্থান করছিলেন ঝড়ের সময়। হঠাৎ ঝড়ের দাপটে ঘরের চাল উড়ে গেলো। ভয়ে তারা চিৎকার করতে করতে পাশের ঘরে অবস্থান নেন। তবে তাদের পরিবারের কেউ আহত হননি। ঝড় ও বৃষ্টিতে তাদের ঘরের আসবাবপত্র ভিজে গেছে। এখন পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে।’

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যা পারভিন সুলতানা কলারোয়া নিউজের প্রতিবেদকে দেখে তিনি অস্রুসিক্ত নয়নে কেঁদে কেঁদে বলেন, ‘আমরা এখন কোথায় থাকবো? আমাদের মাথা গোঁজার ঠাই বলতে সরকারের দেওয়া এই ঘর। তাও ঝড়ে চাল উড়ে গেছে।’

তিনি তার ঘর মেরামতের জন্য স্থানীয় সরকার প্রতিনিধিদের কাছে আকুল আবেদন রেখেছেন।

এদিকে তার ঘরের দেয়াল, পিলার ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। কিছুদিন আগে তৈরি এই ঘর অল্প দিনে ফাঁটল অনিয়মের ইঙ্গিত দিচ্ছে।

জয়নগরের ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা বলেন, ‘তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’

জয়নগর ভূমি অফিসের নায়েবের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন কেটে দেন। ফলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

খোর্দ্দো বাটরার ইউপি সদস্য উত্তম মজুমদার জানান, ‘ঘর তৈরীর পরে পরবর্তী সংস্করণে কোন বরাদ্দ নেই। মালিকের নিজস্ব তহবিল থেকে সংস্কার করতে হবে। ইউএনও’র সাথে তিনি কথা বলে এমনি জেনেছেন। পরবর্তীতে বরাদ্দ এলে দেয়া হবে।’