কলারোয়ায় রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ

সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা ও পৌর প্রশাসন। থানার গেটের পাশ থেকে বাজারের দিকে যাওয়ার রাস্তার পাশে থাকা কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। সেসময় রাস্তার জায়গা দখল করে গড়া ওঠা অবৈধ বাকী অন্যান্য দোকানগুলোও দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।
বৃহষ্পতিবার (২২ মে ২০২৫) বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রশাসক জহুরুল ইসলামের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পৌরসভার নির্বাহী অফিসার তুষার কান্তি দাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও জহুরুল ইসলাম বলেন, সরকারি রাস্তা ও ড্রেনের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট অবৈধ ও নিয়মবহির্ভূত। তাছাড়া সর্বসাধারণের যাতায়াত প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ কারণে এগুলো উচ্ছেদ করা হচ্ছে।’

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন