কলারোয়ার ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমিতে হিফজ বিভাগের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ার ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমিতে নতুন ভাবে পথচলা শুরু করলো হিফজ বিভাগ।
রবিবার (৬ জুলাই ২০২৫) হিফজ বিভাগের উদ্বোধন উপলক্ষ্যে স্কুল চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
হিফজ বিভাগের উদ্বোধন করেন বাগআঁচড়া জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসার ইমাম ও মুহতামিম হাফেজ মাও খায়রুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জজ শাহাদাৎ হোসেন, বিশিষ্ট সমাজসেবক শেখ তোজাম্মেল হোসেন মানিক, জাহিদুর রহমান খাঁন চৌধুরী, রমজান আহমেদ, আলহাজ্ব গোলাম রহমান, সাইফুল ইসলাম বাবু, আলহাজ্ব রফিকুজ্জামান লাল্টু, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা শেখ তামিম হাসান প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ববধায়নে ছিলেন প্রধান শিক্ষক ইমরান হোসেন।
বক্তারা বলেন- ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমী আশুরা দিবসে নতুন দিগন্তে প্রবেশ করে অত্যাধুনিক হিফজ বিভাগ চালু করায় আমরা খুবই আনন্দিত। ইক্বরা চাইল্ড স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন