কলারোয়ার জয়নগরে দিনব্যাপী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও কর্মী সমাবেশ

কলারোয়ার জয়নগর ইউনিয়নে দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ, মহিলা সমাবেশ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ভিত্তিক মহিলা জামায়াতের সমাবেশের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মনিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,
জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, শূরা সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হামিদ, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আশফাকুর রহমান বিপু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা মোঃ রুহুল কুদ্দুস, তালা উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, জামায়াত নেতা জাহিদ হাসান মিঠু, একেএম কুরবান আলী, মোঃ এরশাদ হোসেন, মোস্তফা গওসুল হক, আতিয়ার রহমান সানা, মাওলানা জাহাঙ্গীর হোসাইন, মাস্টার আলমগীর কবির প্রমুখ।
বিকাল সাড়ে ৪টায় খোর্দবাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শ্রমিক সমাবেশ শেষে রাত ৮টায় ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী কর্মী সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের জামায়াত–সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ইসলামী রাষ্ট্র গঠনে নারী–পুরুষ উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েমে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।”
বিরোধীদের অভিযোগের জবাবে তিনি বলেন, জামায়াত “জান্নাতের টিকিট বিক্রি করে”—এমন প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। কুরআনের দাওয়াত অনুযায়ী মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করাই তাদের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
বক্তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















