কলারোয়ার তপন কুমার পূজা উদ্যাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার তপন কুমার রায় বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তপন কুমার বসু স্বাক্ষরিত ৮ জুলাই ২০২৫ ইং তারিখের এক অন্তর্ভুক্তি করণ বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চত করা হয়।
সিঙ্গাপুর প্রবাসী তপন কুমার রায় বর্তমানে সিঙ্গাপুরস্থ সাইম্যাস প্রাইভেট লিমিটেড এর অপারেশন ডিরেক্টর হিসেবে নিযোজিত রয়েছেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের হরেন্ত্রনাথ রায এর কনিষ্ঠ পুত্র।
গত ২৫ জুলাই ২০২৫ ইং তারিখে তপন কুমার রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি বার্তা দেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন