কলারোয়ার প্রয়াত ডা. আনিছুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী

কলারোয়ার প্রয়াত ডা. আনিছুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী ২০ সেপ্টেম্বর।
২০২১ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. আনিছুর রহমান ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা, সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার ইংরেজী বিভাগের অধ্যাপক ও দেশবরেণ্য হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি প্রথমে আওয়ামী মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তিতে তিনি আমৃত্যু জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত থেকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের সফল চেয়ারম্যান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিক উদ্যোগে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন মরহুমের পুত্র ও কলারোয়া নিউজ’র সহ.সম্পাদক ডা.শফিকুর রহমান।