কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ বিডি ডটকমের আঞ্চলিক অফিস উদ্বোধন


সাতক্ষীরার কলারোয়ায় ওয়ান লাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ ও তথ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি ও রেজিঃ০৩ আওয়ার নিউজ বিডি ডটকমের আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে।
(১২ মার্চ) বুধবার ইফতার পূর্ব পৌর সদরের হাসপাতাল রোডের লালটু মার্কেটে অফিস উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম, কলারোয়া নিউজের প্রতিষ্ঠাতা সদস্য প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সিনিয়র সাংবাদিক জুলফিকারুজ্জমান জিল্লু।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া নিউজের প্রাণ সম্পাদক আবু রায়হান মিকাইল ও কলারোয়া নিউজের প্রকাশক সিনিয়র সাংবাদিক আরিফ মাহমুদ, পৃষ্ঠপোষক সেলিম হোসেন, শিক্ষক লালটু। এছাড়া আরো উপস্থিত ছিলেন কলারোয়া নিউজ পোর্টাল ও আওয়ার নিউজ bd.com এর সকল সাংবাদিক বৃন্দ প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক কলারোয়া নিউজের উপদেষ্টা মাওলনা আসাদুজ্জামান ফারুকী।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন